৭ ডিসে ২০২৫, রবি

নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবেন? প্রশ্নটা শুনতে যত সহজ, উত্তর মোটেই তত সহজ নয়অনেকযদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভর করছেপ্রশ্নের উত্তরপ্রথমত, বিশ্বকাপের সময় নেইমার কি ফিট থাকবেন? এ প্রশ্নের উত্তর যদিহ্যাঁহয়, তবে সম্পূরক হিসেবে উঠে আসবে আরও কিছু প্রশ্নফিট নেইমার কি তখন ছন্দে থাকবেন কিংবা ছন্দে থাকা নেইমার কি কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকবেন?

সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া এসব প্রশ্নের আপাতত সঠিক উত্তর পাওয়ার সুযোগ নেই। কারণ, খেলোয়াড়টির নাম যখন নেইমার, তখন শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেক কিছু। আপাতত ব্রাজিলসমর্থকদের প্রার্থনা হচ্ছে, নেইমার যেন খুব দ্রুত পুরোপুরি ফিট হয়ে ওঠেন। তাহলে অনেক কিছুই হয়তো তুলনামূলক সহজ হবে।

যদিও পথটা নেইমারের জন্য মোটেই সহজ নয়, সাম্প্রতিক কিছু খবরেই তা স্পষ্ট।

আনচেলত্তির অধীন বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল এখন নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে। দলের সাম্প্রতিক পারফরম্যান্সেও দেখা গেছে সেই ছাপ।

ছান্দসিক, গতিময় ও ফলনির্ভর ফুটবলই এখন খেলছে ব্রাজিল। দলের একাদশও এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। বিশেষ করে আক্রমণের খেলোয়াড়েরা দারুণ ছন্দে আছেন। যাঁরা বেঞ্চ থেকে শুরু করছেন, তাঁরাও যথেষ্ট সামর্থ্যবান। এমন দলে জায়গা পেতে নেইমারকে নিজের সেরাটা দিয়েই ফিরতে হবে। বিষয়টা স্পষ্ট হয়েছে আনচেলত্তির মন্তব্যে।

তিউনিসিয়ার বিপক্ষে আজ রাত ১টা ৩০ মিনিটে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘যারা বিশ্বকাপে থাকতে পারে, সেই তালিকায় নেইমার আছে। নেইমার এখন সুস্থও। এখন তাকে মাঠে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।’

নেইমারকে ছয় মাস সময় বেঁধে দিয়ে গতকাল আনচেলত্তি আরও বলেন, ‘ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার কিছুদিন ছুটি থাকবে। এরপর আবার তাকে নিজের যোগ্যতা, মান ও ফিটনেসের প্রমাণ দিতে হবেচূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছেদলে পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা জানতে আমরা নেইমারসহ সবাইকে পর্যবেক্ষণ করবআমরা চেষ্টা করছি যেন দলটি বিশ্বকাপের সময় সেরা অবস্থায় থাকেআমরা সঠিক পথে এগোচ্ছিমার্চ পর্যন্ত আমি খেলোয়াড় বদলাতে পারবআমি বিশ্বাস করি, যারা শেষ পর্যন্ত দলে থাকবে, তারা সবাই টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’

নেইমার যদি শেষ পর্যন্ত দলে থাকেনও তাঁর একাদশে থাকা কিন্তু নিশ্চিত নয়। আনচেলত্তির কোচিং স্টাফের মধ্যে নেইমারকে ২০২৬ বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদক থিয়াগো আরান্তেসতিনি বলেছেন, ‘এখন এমন একটি ধারণা এরই মধ্যে আছে যে নেইমারকে আসলেই দলে ডাকা হতে পারে, যাতে বিশেষ কোনো ম্যাচে বা মুহূর্তে সে দলের পার্থক্য তৈরি করতে পারেকোচিং স্টাফরা মনে করেন এটা সম্ভব।’

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়, যেখানে সবচেয়ে কঠিন কাজ হবে নেইমারকে রাজি করানোব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মনে করে, আনচেলত্তির পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব। আরান্তেস বলেছেন, সিবিএফ আনচেলত্তির কূটনৈতিক দক্ষতায় বিশ্বাস রাখে, যাতে এই কাজ সঠিকভাবে করা যায়। যদিও এটা সহজ নয়।

অফিশিয়াল ম্যাচে নেইমার কখনো ব্রাজিল জাতীয় দলে বদলি হিসেবে মাঠে নামেননি। শুধু পাঁচটি ম্যাচে নেইমার বদলি হিসেবে মাঠে নামেন, যার সব কটিই ছিল প্রীতি ম্যাচ। সুতরাং এটি এমন একটি কাজ যা করা একেবারেই সহজ নয়। কিন্তু সিবিএফ আনচেলত্তির ব্যবস্থাপনা, নেতৃত্ব, বোঝানোর ক্ষমতায় বিশ্বাস রাখে। তাদের বিশ্বাস, নেইমারকে শুরুর একাদশে না রেখেও দলে থাকার জন্য রাজি করানোর সম্মোহনী ক্ষমতা আছে আনচেলত্তির

এখন এই ধারণা সত্যি হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *