ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক শেখ (৩৫ ) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ,
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে স্থানীয়দের অভিযোগ , রাজ্জাকসহ তিন-চারজন রাত ৩টার দিকে স্থানীয় হবি হাওলাদারের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে স্বর্ণালংকার নিতে চাইলে তাঁর চিৎকারে প্রথমে বাড়ির লোকজন এবং পরে গ্রামবাসি এসে ধাওয়া করে রাজ্জাকে আটক করে , পরে এলাকাবাসি তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয় ,
পুলিশ আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ,
অন্যদিকে এলাকা বাসীদের সাথে কথা বলে জানা যায় তিনি এর আগেও বিভিন্ন জায়গায় লুটপাটের সাথে জড়িত ছিল ,
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান , এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে ,
মামলা প্রক্রিয়াধীন

