নিউইয়র্ক শহরের ব্যস্ত দুপুরকে অন্যরকম রঙে রাঙালেন এড শিরান। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ঘুরে নিজের গিটার দিয়ে গান গেয়ে মানুষের সঙ্গে সময় কাটালেন এড।
কোনো পরিকল্পিত মঞ্চ, কোনো চিত্রনাট্য ছিল না শুধু শহর, মানুষ আর গান। রাস্তায় হেঁটে হেঁটে তিনি গুনগুন করছিলেন, মানুষ থমকে তাকাচ্ছিল। কেউ অবাক হয়ে বলল, ‘ওহ মাই গড, ইটস রিয়েলি ইউ?’ এড হেসে উত্তর দিলেন, ‘মেবি, ডিপেন্ডস অন ইফ ইউ লাইক মাই সং।’
ছোট্ট বাচ্চা, ডেলিভারি বয় বা বৃদ্ধ দম্পতি- সব বয়সী মানুষই এই মুহূর্তে অংশ হয়ে উঠল। ক্যামেরা তাকে অনুসরণ করছিল, সাবওয়ে টানেল থেকে ম্যানহাটানের কোলাহল, পার্কের উঁচু থেকে রাস্তাঘাট। সব কিছু যেন এক সুরের মতো ছবিতে বন্দি হলো।
এক বন্ধুর প্রেম প্রস্তাবের মুহূর্তে এডের গান হয়ে উঠল অদৃশ্য আশীর্বাদ। হঠাৎ জন্মদিনের একটি ছাদেও উপস্থিত হয়ে এড সব মুহূর্তকে মানবিক ও আনন্দময় করে তুললেন। সাবওয়ে, ব্যস্ত রাস্তাঘাট কিংবা উঁচু ছাদ। প্রতিটি জায়গা হয়ে উঠল মঞ্চ।
থিয়েটারে ফিরে এসে যখন তিনি প্রথম নোট তুললেন, তখন শহরের সঙ্গে তার যাত্রা যেন এক বৃত্তে পরিপূর্ণ হল। এড দেখালেন, সংগীত শুধু মঞ্চে নয়, রাস্তায়, মানুষের মধ্যে, মুহূর্তের সঙ্গে বেঁচে থাকে।
এই বিশেষ যাত্রার গল্প নেটফ্লিক্সে দেখানো হবে। পরিচালনা করেছেন ব্যারানটিনি, ক্যামেরা পরিচালনা করেছেন নিক অ্যালেন।

