৭ ডিসে ২০২৫, রবি

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। এতে ২১১ রানের লিড নেয় স্বাগতিকরা। বড় লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফিফটি তুলে দলকে ৩০০ রানের বেশি লিড এনে দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে। জয় আউট হয়েছেন ৬০ রান করে। দলের মোট লিড এখন দাঁড়িয়েছে ৩৩৭।

ইনিংসের ২৬তম ওভারে গ্যাভিন হোয়ের করা দ্বিতীয় বলে দুই রান নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন সাদমান; একই রানে পৌঁছে দলও ছুঁয়ে ফেলে তিন অঙ্ক। তার আগের ওভারেই ফিফটি করেন মাহমুদুল। এটি মাহমুদুলের ক্যারিয়ারের পঞ্চম এবং সাদমানের অষ্টম অর্ধশতক। এখন উইকেটে আছে সাদমান ও মুমিনুল।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *