৭ ডিসে ২০২৫, রবি

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে উৎসব মুখরবর্ণিল আয়োজনে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসবএই উপলক্ষ্যে বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ সংগঠনের অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরে নানা মাত্রিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা আগামী ২৯ নভেম্বর পালন করতে যাচ্ছি শীতকালীন পিঠা উৎসব।

তিনি বলেন, দিনব্যাপী উৎসবে নানা মাত্রিক আয়োজনের মধ্যে থাকবে একুশে পদকপ্রাপ্ত একসময়ের সাড়া জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী সুভ্র দেব-এর মনোমুগ্ধকর সংগীত। স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স। মাল্টিকালচারাল শিল্পীদের পারফরম্যান্স। সুস্বাদু বাহারি রকমের বাংলাদেশি পিঠা। বিভিন্ন ধরনের খাবারের স্টল। জামা-কাপড় ও মহিলাদের বিভিন্ন স্টাইলের সাজ সজ্জার স্টল। এ ছাড়াও থাকছে বাঙ্গালীদের চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে ইতোমধ্যে আমাদের নানা কর্মসূচি শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আশাকরি আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *