টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে সুলতান মিয়া (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুলতান মিয়া মির্জাপুরের গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল জেল সুপার শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকেলে সুলতান মিয়া বুকে ব্যাথার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। জেল সুপার আরো বলেন, সুলতান মির্জাপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। পরে গ্রেপ্তার হয়ে এক মাস ধরে কারাগারে আটক ছিলেন তিনি।

