অস্ট্রেলিয়ার সিডনির কাছে মাঝ আকাশে হালকা ধরনের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান মাটিতে পড়ে বিধস্ত হয়। এ ঘটনায় ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রস্থানীয় সময় রবিবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তারা দুটি হালকা বিমান মাঝ আকাশে সংঘর্ষে পতিত হওয়ার কথা জানতে পারেন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকারীরা ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছে ঝোপঝাড় থেকে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করেছেন।
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে পতিত বিমানগুলোর একটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হয়েছেন।
এটিএসবি এই দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করা হয়েছে। সূত্র: এবিসি নিউজ, নিউজ এইউ

