৭ ডিসে ২০২৫, রবি

রোহিত শর্মা ভেঙে দিলেন আফ্রিদির যে রেকর্ড

রাঁচির সন্ধ্যায় ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হলোবল আকাশে উঠল, স্টেডিয়ামে গর্জন উঠল, আর ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা লিখে ফেললেন নতুন রেকর্ডপুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, জয়সূরিয়াসবাইকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসে এককভাবে দাঁড়ালেন ‘হিটম্যান’।

রবিবার (৩০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকানোর পর রোহিতের ওডিআই ছক্কার সংখ্যা দাঁড়াল ৩৫২-এ, যা শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কা রেকর্ডকে পেছনে ফেলেছে। আফ্রিদি যেখানে ৩৬৯ ইনিংসে রেকর্ড করেছিল, সেখানে রোহিতের লাগল মাত্র ২৬৯ ইনিংস।

রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঝড়ো অর্ধশতক গড়ার পথে ছক্কার এই রেকর্ডটি নিজের করে নেন ৩৮ বছর বয়সী ওপেনার।

পুরুষ ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা:

রোহিত শর্মা (ভারত) ৩৫২ ছক্কা, ২৬৯ ইনিংস

শহীদ আফ্রিদি (পাকিস্তান) ৩৫১ ছক্কা, ৩৬৯ ইনিংস

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩৩১ ছক্কা, ২৯৪ ইনিংস

সনৎ জয়সূরিয়া (শ্রীলঙ্কা) ২৭০ ছক্কা, ৪৩৩ ইনিংস

এমএস ধোনি (ভারত) ২২৯ ছক্কা, ২৯৭ ইনিংস

এতে শেষ নয়, সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিকও রোহিত শর্মা। তার ছক্কার সংখ্যা এখন ৬৪৫। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল (৫৫৩ ছক্কা) এবং শহীদ আফ্রিদি আছে ৪৭৬ ছক্কার সঙ্গে।

রোহিত ইতোমধ্যেই ‘হিটম্যান’ ডাকনামকে নানাভাবে সার্থক করেছেন। তবে রাঁচিতে ছক্কার এই অর্জন তাকে ক্রিকেট ইতিহাসের পাতায় স্থায়ী করে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার অনন্য শিল্পী হিসেবে রোহিত শর্মার নামের সামনে এখন একটি নতুন মুকুট যোগ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *