৭ ডিসে ২০২৫, রবি

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের আঘাতে প্রেমিকার মৃত্যু

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে আছিয়া নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রেমিক সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় এক বছর ধরে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মাদকাসক্ত সোহাগ (২৭) ও পার্শ্ববর্তী ইউনিয়ন তারানগরের কাঠালতলী গ্রামের দুই সন্তানের জননী আছিয়া আক্তার মায়ার সম্পর্ক চলছিল। ফার্নিচার মিস্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতিতে পরকীয়ায় জড়ান আছিয়া। পরিবারের শত বাধা উপেক্ষা করে চলে তাদের অবৈধ মেলামেশা। অন্যদিকে অভিভাবক শূন্য সোহাগের পক্ষ থেকে কোনো বাধা না থাকায় ছেলে-মেয়ে, স্বামী ও বাবা-মার চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝেই আছিয়া আসতেন সোহাগের সোনাকান্দার জরাজীর্ণ ভাঙাচোরা বাসায়।

আছিয়ার মায়ের অভিযোগ গত ৫-৭ মাসে আছিয়ার কাছ থেকে সোহাগ ৪ লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। তাদের দাবি সোহাগ যাদু-টোনা করে এটি করেছে।

আছিয়ার ছেলে মিরহাদ জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে বাজারের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তার মা আছিয়া। পরে রাত সাড়ে ৯টার দিকে একটি মোবাইল থেকে ফোন আসে আছিয়ার মামানি কুলসুমের কাছে। সোহাগের বোন আফসা ফোনে তাকে জানান, তার ভাই আছিয়াকে বেধড়ক মারধর করেছে। সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে সোহাগের বাড়িতে। কিন্তু আছিয়ার পরিবারের কোনো সাড়া না পেয়ে সোহাগের বোনই ভাইকে বাড়িতে আটকে রেখে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সে মারা যায়। পরে আছিয়ার মা রাহাতুন নেসাসহ তার পরিবারের লোকজন হাসপাতালে এসে লাশ কেরানীগঞ্জের কাঠালতলীস্থ বাসায় নিয়ে আসেন।

সোহাগের বোনের অভিযোগ রাত সাড়ে ৯টার দিকে আছিয়ার মা-বোনকে ফোন করা হলেও তারা আসেনি। তারা মেয়েকে ‘খারাপ’ ভেবে দায়িত্ব নিতে চায়নি। তারা সঙ্গে সঙ্গে এলে হয়তো তাকে বাঁচানো যেত।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক সোহাগকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক সোহাগ। সে জানিয়েছে আছিয়া তার বিয়ে করা স্ত্রী, দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে। কিন্তু আছিয়া তার প্রথম স্বামীকে তালাক দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *