বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা


Emu Akter প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন /
বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা
নিউজটি শেয়ার করুন

বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার পেল বই ও সঞ্চয় ব্যাংক। এই উপহার পেয়ে খুশি তারা। কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা বইপাঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই পুরস্কার পায়।

আজ বুধবার স্কুলের মাঠে এই আয়োজন করা হয়। ফ্যাশন স্টেপ ও গোমেতি সংবাদের আয়োজনে বাছাইকৃত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান। অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, সাংস্কৃতিক সংগঠক মিজানুর রহমান ও শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ কাউসার আলম।

নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পাঠ্যাভ্যাস তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।