আবারও চমক নীড়ের, নিউ ইয়র্কে হারালেন আরও দুই গ্র্যান্ডমাস্টারকে


Emu Akter প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১:০৪ অপরাহ্ন /
আবারও চমক নীড়ের, নিউ ইয়র্কে হারালেন আরও দুই গ্র্যান্ডমাস্টারকে
নিউজটি শেয়ার করুন

ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়ে চলেছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। সেখানে আরও দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন তিনি। সবমিলিয়ে নীড় ১৮০ জনের মধ্যে ১৩৯তম হয়েছেন।

প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের শুরুর র‌্যাঙ্কিং ছিল ১৭১, তিনি ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেছেন।

এদিকে জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১১০ জনের মধ্যে ১০৫তম হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শুরুতে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর কৃতিত্ব দেখান। এবার দশম রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই এবং ১৩তম রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার কোরালেস জিমিনেজ ফিদেলের বিপক্ষেও জয়ী হন নীড়। তবে নীড় একাদশ রাউন্ডে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার ব্রোস্কাই সের্গেই এবং ১২তম রাউন্ডে কসোভোর গ্র্যান্ড মাস্টার সারাসি ডেরিমের কাছে হেরে যান।

মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম একাদশ রাউন্ডে মোনাকোর মহিলা ক্যান্ডিডেট মাস্টার বেরেজোভস্কি ফিওরিনাকে হারান।  একাদশ রাউন্ডে চীনের আন্তর্জাতিক মাস্টার লু মিয়ায়ির সঙ্গে ড্র করেন এবং কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার সেরিকবে আসিলের কাছে হেরে যান। ওপেন বিভাগে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার মারজিন ভোলোদার ১৩ খেলায় ১০ পয়েন্ট পেয়ে ও মহিলা বিভাগে ভারতের গ্র্যান্ডমাস্টার কোনিরু হাম্পি সাড়ে আট পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।