ঢাকার নবাবগঞ্জের কৈলাইল এলাকায় সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। কৈলাইল হানাফিয়া দাখিল মাদরাসা সংলগ্ন কৈলাইল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে কৈলাইল বড়হাটি মুক্তার হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানায়, মো. সারুর ছেলে প্রবাসী মামুন ও ভুলু (ভোলা) অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করছেন এবং প্রতিবাদের মুখে তাদের কোনো কর্ণপাত করছেন না। এই রাস্তা ব্যবহার করে গ্রামের দেড় শতাধিক পরিবার এবং প্রায় ৫০০ মানুষের চলাচল হয়। বড়হাটির পশ্চিম অংশের শতাধিক পরিবার পানিবন্দি। এই কাঁচা রাস্তাটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। রাস্তাটির বাকি অংশ কৈলাইল বড়হাটি হয়ে পশ্চিম কৈলাইল আব্দুল জলিলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় গিয়ে মিশেছে। একমাত্র কাঁচা রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাবে।
তারা আরো বলেন, রাস্তা দখলকারীরা হুমকি দিয়ে যাচ্ছে যে যেকোনো মূল্যে তারা সেখানে দেয়াল নির্মাণ করবে। তবে আমাদের চলাচলের একমাত্র রাস্তা তাদের বন্ধ করতে দেব না।
কৈলাইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. আবু বক্কর বলেন, ‘আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। রাস্তার মাটি প্রকল্প করে স্থানীয়দের চলাচলের জন্য রাস্তা প্রস্তুত করেছি। কিন্তু রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বিষয়টি প্রশাসনের কাছে জানানো হবে।’
অন্যদিকে, রাস্তা দখল ও দেয়াল নির্মাণকারীদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘এটি রাস্তা নয়, আমাদের জমি। আমরা সেখানে দেয়াল নির্মাণ করছি এবং প্রয়োজনে পাশের নিচু অংশ ভরাট করে রাস্তা তৈরি করব।’
এদিকে, দেয়াল নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগে স্থানীয়দের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

