১৫ নভে ২০২৫, শনি

তর্কে জড়ালেন এনসিপির সারজিস, ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা

মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে, এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে ‘দালাল’ সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান।

তখন সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, ‘আপনার কথা পরে শুনব। আপনি সভার পরে কথা বলেন।’ ওমর ফারুক বলেন, ‘আমরা এখানকার স্টেকহোল্ডার। এখানে এনসিপির প্রগ্রাম, ছাত্রলীগের দালাল কেন এ সভায়? জামায়াত কেন?’ তার প্রশ্নের জবাবে সারজিস বলেন, ‘জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, আপনি সমস্যা।’

পরে সারজিস আলম বৈষম্যবিরোধী নেতা ওমর ফারুককে হলরুমের এক কোনায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বেশ উচ্চবাচ্য হয়। এ সময় সারজিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন।

পরে ওমর ফারুক সারজিসকে বলেন, ‘যখন আপনাদের আমাদের দরকার হয়, তখন আমাদের ডাকেন। আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *