ই-জোন এইচআরএম লিমিডেট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট। এসবিসি স্ট্র্যাটেজি ডেভেরপমেন্ট ফর আরবান প্রাইমারি হেলথ কেয়ার,এনওসি লেভেল। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা : সোসিও–বিহেভিয়রাল সায়েন্সেস/পাবলিক হেলথ/সাংবাদিকতা/কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়রাল কমিউনিকেশন অ্যাকটিভিটিসে অন্তত ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেলথ, নিউট্রিশন, নকলেজ অ্যাটিটিউড বিহেভিয়র অ্যান্ড প্র্যাকটিস নিয়ে কোয়ালিটেটিভ রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা সরকারি কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩,০০,০০০ টাকা।
আবেদন যেভাবে : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com–এ ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।।
আপনার মতামত লিখুন :