মিস্ট্রি স্পিনের জাদুতে বিশ্বজুড়ে পরিচিত সুনীল নারিন লিখলেন নতুন ইতিহাস। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট পূরণ করেছেন ত্রিনিদাদের ৩৭ বছর বয়সী এই তারকা।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ওয়ার্ল্ড আইএলটি২০-এর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে গুরুত্বপূর্ণ এই মাইলফলকে পৌঁছান নারিন। টম অ্যাবেলকে আউট করেই ছুঁয়ে ফেলেন ছয় শ’ উইকেটের অনন্য কৃতিত্ব।
ঐতিহাসিক অর্জনের পর ম্যাচ শেষে নারিনের হাতে বিশেষ সংস্করণের ‘৬০০’ নম্বর জার্সি তুলে দেয় আবুধাবি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তার প্রতি সম্মান জানিয়ে ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, ‘নারাইনের এই অসাধারণ কীর্তিতে নাইট রাইডার্স পরিবার গর্বিত। এটি ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

