চট্টগ্রামের বাজারগুলোতে মিলছে না কাঁচা মরিচ। হাতেগোনা কিছু বাজারে কাঁচা মরিচ থাকলেও কেজি প্রতি বিক্রি হচ্ছে হাজার টাকায়। শুক্রবারও কাঁচা মরিচের কেজি ছিল সর্বোচ্চ ২৫০ টাকায়। সরবরাহ না থাকার কারণে কাঁচা মরিচের দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি পাইকারী আড়তেও কাঁচা মরিচ না থাকায় সংকট দেখা দিয়েছে পুরো চট্টগ্রামে। চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পানির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে পণ্যবাহী কোন গাড়ি আসছে বলে জানান সংশ্লিষ্টরা।
নগরীর চকবাজার, বহদ্দারহাট, কালামিয়া বাজার ঘুরে দেখা গেছে, ৯০০ থেকে ১ হাজার টাকা করে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। দাম বাড়লেও বেশিরভাগ দোকানে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। রেয়াজুদ্দিন বাজার সবজির আড়তে কাঁচা মরিচের সরবরাহ না থাকায় খুচরা বাজারে এ সংকট বলে জানান ব্যবসায়ীরা। নগরীর ভ্যানে করে সবজি বিক্রি ককরে তাদের কাছে কাঁচা মরিচ নেই। ক্রেতারা কাঁচা মরিচ চাইলেও দাম বাড়তির কারণ এবং বৃষ্টির কারণে মিলছে না বলে জানান ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে। বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল প্রায় বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচ আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে পণ্যটির। এ সুযোগে দাম বাড়িয়েছেন খুচরা বিক্রেতারা। চট্টগ্রামের বৃহত্তম সবজির বাজার রেয়াজুদ্দিন বাজারের বেশির ভাগই আড়তেও কাঁচা মরিচ শূন্য। কিছু দোকানে থাকলেও সেগুলো ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে গত দুই দিন কাঁচা মরিচ আসেনি। এর কারণে সংকট দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :