প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা


Emu Akter প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন / ০ Views
প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা
নিউজটি শেয়ার করুন

রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যাচ্ছেন তারা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন আহতরা।

আন্দোলনকারীরা জানান, সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন তারা। তাদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা হাসপাতালের কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।

এর আগে, সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর মিরপুর সড়কে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। দুপুরের দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। কিন্তু বিকেল ৪টার পর তারা সেই কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান।

গতকাল শনিবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা আন্দোলন শুরু করেন। শুরুতে আগারগাঁও সড়কের সামনে হলেও আজ বেলা ১১টার পর মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ দেন তারা। এতে দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়েন নগরবাসী।