কৃষকের প্রতিবাদ মহা সড়কে আলু ফেলে


Emu Akter প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন /
কৃষকের প্রতিবাদ মহা সড়কে আলু ফেলে
নিউজটি শেয়ার করুন

রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কৃষকরা।

আজ রবিবার বেলা ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় কৃষকরা তানোর-মোহনপুর সড়কে আলু ফেলে বিক্ষোভ করে। এসময় ক্ষুব্ধ কৃষকরা জানান, প্রতি কেজি আলুর সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে।

কৃষকরা দাবি করেন, আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন।

সমাবেশে মোহনপুরসহ তানোর ও পবা উপজেলার অন্তত সহস্রাধিক কৃষক অংশ নেয়। এর আগে, গত জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে।