আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বুবলী


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ১৫, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ন /
আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বুবলী
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। তার মধ্যে সর্বশেষ বুবলীর কাছে জানতে চাওয়া হয় এত কিছুর পরও শাকিবের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, তার উদ্দেশ্যে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন- তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

বুবলী বলেন, আমি কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন।

সন্তানের প্রসঙ্গ টেনে এ চিত্রনায়িকা বলেন, এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।