টেকনাফ স্থলবন্দরে খালাশ হল ৩৭৭ মেট্রিক টন পিঁয়াজ


Emu Akter প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৪, ২:৪০ অপরাহ্ন /
টেকনাফ স্থলবন্দরে খালাশ হল ৩৭৭ মেট্রিক টন পিঁয়াজ
নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পিঁয়াজ এসেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে পিঁয়াজভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায় বলে জানান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, স্থানীয় ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজের’ মালিক এসব পিঁয়াজ আমদানি করেছেন। পিঁয়াজগুলো ট্রলার থেকে খালাস করার পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

স্থলবন্দরের কাস্টমস জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরের পর থেকে এ বন্দর দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ ছিল। প্রায় এক বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিক টন পিঁয়াজ এসেছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম জানান,পিঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে।