পলাশবাড়ীতে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আটক-০১


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৩, ৫:১৪ অপরাহ্ন /
পলাশবাড়ীতে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আটক-০১
নিউজটি শেয়ার করুন

পলাশবাড়ী,প্রতিনিধিঃ গাইবান্ধার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব, মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমানের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কং/ ৩৪২ মোঃ মেহেদী হাসান, কং/৬৪০ মোঃ জুম্মন প্রধান, কং/৪৯৭ মোঃ জাকির হোসেন, কং/৫৮২ মোঃ সবুজ মিয়া, কং/৮৯৮ মোঃ আশফাকুর রহমান, ড্রাইঃকং/৫১ মোঃ মোখলেছুর রহমান,সহ পলাশবাড়ী পৌরসভাস্থ বাঁশকাটা মৌজাস্থ ব্র্যাক মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর — বগুড়া মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করা কালে ১৩/০৭/২০২৩ খ্রীঃতারিখ ১৭.০৫ ঘটিকার সময় যাত্রীবাহী বাস আগমন এন্টারপ্রাইজ , যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১১-০২৩৭ গাড়ীটি থামিয়ে চেকিং করাকালে ধৃত আসামী ১।মোঃ ওবায়দুল ইসলাম (৩২), পিতা-মৃতঃ আঃ জব্বার, মাতা-মোছাঃ রুপবানু বেগম, সাং-পশ্চিম বালাটারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়ায় পলাশবাড়ী থানার মামলা নং-১১, তারিখ-১৩/০৭/২০২৩ খ্রীঃ, ধারা-৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।