কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিক্ষোভ


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন /
কাফনের কাপড় মাথায় বেঁধে যুবলীগের বিক্ষোভ
নিউজটি শেয়ার করুন

তিতাস উপজেলা প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মোটরবাইক শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ।

রবিবার ৩০ জুলাই সকাল ১১ ঘটিকায় কাফনে কাপর মাথায় বেঁধে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মোটরবাইক শোডাউন এর মধ্য দিয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক হয়ে চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দি টোল প্লাজা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা উঃ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু।

এই সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, যুগ্ন আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম কামরুল হাসান তুষার সহ বিভিন্ন উপজেলা যুবলীগের হাজারো নেতাকর্মীরা।