চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত অন্তত ৮, নিখোঁজ ১৫


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন /
চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত অন্তত ৮, নিখোঁজ ১৫
নিউজটি শেয়ার করুন

মধ্য চীনের হেনান প্রদেশের পিংডিংশান শহরে একটি কয়লা খনিতে দুর্ঘটনার পর আটজন নিহত ও ১৫ জন নিখোঁজ হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার (১২জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের পিংডিংশান তিয়ানান কয়লা খনির মালিকানাধীন খনিতে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে।

শহরের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মতে, খনিতে থাকা ৪৫ জনের মধ্যে আটজন মারা গেছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা বাকি ২২ জনের সঙ্গে যোগাযোগ করেছে বলে সিনহুয়া জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্ঘটনার সময় মোট ৪২৫ জন মাটির নিচে কাজ করছিলেন এবং তাদের মধ্যে ৩৮০ জনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে। সিনহুয়া আরো জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: আল-অ্যারাবিয়া