আবারও পাকিস্তানের প্রেসিডেন্টের আসনে জারদারি


Emu Akter প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন /
আবারও পাকিস্তানের প্রেসিডেন্টের আসনে জারদারি
নিউজটি শেয়ার করুন

পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলী জারদারি ৪১১টি ভোট পেয়েছেন। অপরদিকে তার বিরোধী প্রার্থী পেয়েছেন ১৮১টি ভোট। তার বিরোধী প্রার্থী ছিলেন সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই।

জারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন।

আসিফ আলী বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভীর প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।