টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ কীর্তি গড়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে পেসার হিসেবে গ্রুপ পর্বে মুস্তাফিজ সবচেয়ে বেশি ‘ডট’ বল করেছেন। তাকে এবার অনায়াসে কিং অব ডট বা ডটের রাজা বলাই যায়।
এই পর্বে তিনি ৬৭টি ডট বল করেছেন। গ্রুপ পর্বের চার ম্যাচে মুস্তাফিজ ১৬ ওভার বল করেছেন। এতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ১৪টি ডট দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিয়েছেন ১৬টি, নেদারল্যান্ডসের বিপক্ষে এই সংখ্যা ১৭, আর নেপালের বিরুদ্ধে ২০টি বলেই কোনো রান দেনটি টাইগার কাটার মাস্টার।
সর্বমোট ৯৬ বৈধ ডেলিভারতে ৬৯.৭৯% শতাংশ বলই মুস্তাফিজ ডট করেছেন।
ফিজের মতোই দক্ষিণ আফ্রিকার পেসার ওর্টনিল বার্টম্যান গ্রুপপর্বে চার ম্যাচে মোট ৬৩টি ডট দিয়েছেন। শতকরা হিসাবে ৬৫.৬২ শতাংশ বল ডট করেছেন তিনি।
গ্রুপ পর্বে মুস্তাফিজ ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। গড় ১০.২৮। ইকোনমি ৩.৩৭।
আপনার মতামত লিখুন :