উত্তরায় দম্পতিকে কোপানোয় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ২ সদস্য রিমান্ডে


Emu Akter প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন /
উত্তরায় দম্পতিকে কোপানোয় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ২ সদস্য রিমান্ডে
নিউজটি শেয়ার করুন

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন কিশোর গ্যাংয়ের সদস্য মোবারক হোসেন ও রবি রায়।

আদালত সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দ্বীন ইসলাম তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করে। এরপর তাদের প্রকাশ্যে কোপায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার পর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।