গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ বুধবার


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন /
গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ বুধবার
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী বুধবার বিক্ষোভ সমাবেশ করবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। রোববার রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জনকে আহত করা হয়েছে। তাঁদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

বৈঠকে উপস্থিত নেতারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সব পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান প্রমুখ।