প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সালমান এফ রহমান


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন সালমান এফ রহমান
নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য (এমপি) সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। তাঁকে অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের এখনো দায়িত্ব বণ্টন করা হয়নি। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তাঁরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

এতে আরো বলা হয়, গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।