মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন /
মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব
নিউজটি শেয়ার করুন

গতবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহা নিজ শহর মাগুরায় পালন করেছেন সাকিব আল হাসান। এবার অবশ্য স্ত্রী-সন্তানসহ পরিবারের সাথে ঈদ করতে গেল বুধবার মাগুরায় চলে এসেছিলেন এই তারকা অলরাউন্ডার।

মাগুরায় ঈদুল আজহা পালনের একদিন পর আজ শুক্রবার সকাল নয়টার দিকে সাকিবকে দেখা যায় রিকশায় করে ঘুরতে। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মূলত স্ত্রীকে নিয়ে সকালবেলা ঈদের দাওয়াতে বের হয়েছিলেন সাকিব।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাকিব তার বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভক্তদের ছবি তোলার আবদারও পূরণ করেন। কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে।