দীর্ঘ দাবদাহের পর রাজধানীর বেশকিছু এলাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গত কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, দয়াগঞ্জ, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে।
বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। বৃষ্টি শুরু হওয়ার পর পরই অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
আপনার মতামত লিখুন :