দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ রবিবার খুলছে। ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কমায় স্কুল-কলেজ আবার খোলা হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে সময় কমিয়ে অর্ধেকে আনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আগের মতোই চলবে।
গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালনসাপেক্ষে আজ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রণালয়ের ওই শর্তের মধ্যে রয়েছে—তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের দিয়ে না করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ২০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়।
এরপর গত ২৮ ও ২৯ এপ্রিল শর্তসাপেক্ষে সারা দেশের প্রাথমিক এবং কিছু জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়। আবার তীব্র তাপপ্রবাহের আওতায় থাকা কিছু জেলার স্কুল বন্ধ রাখা হয়। কিন্তু ২৯ এপ্রিল উচ্চ আদালত এসি ক্লাসরুম ছাড়া সব স্কুল-কলেজ গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের আদেশ দেন। এতে গত মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হলেও আদালতের আদেশ হাতে না পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে গত বৃহস্পতিবার বেশির ভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাকি সময়ে কোর্স কারিকুলাম শেষ করা নিয়ে সন্দিহান খোদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজেই। তাই ক্ষতি পোষাতে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে শ্রেণি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সপ্তাহে ছয় দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে।
ফলে গতকাল শনিবার সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খোলার কথা ছিল। কিন্তু গত শুক্রবার অনেক স্থানে তীব্র তাপপ্রবাহের কারণে আবার ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। সেগুলোর মধ্যে ছিল—খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা। গতকাল সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে আজ রবিবার থেকে সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজ খুলছে।
আপনার মতামত লিখুন :