সংকট মোকাবিলার পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন /
সংকট মোকাবিলার পরিকল্পনা জানতে চেয়েছে আইএমএফ
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ ঢাকায় অবস্থান করছেন। গতকাল রবিবার তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়া ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, বাংলাদেশ যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আছে, সেসব বিষয়ে আলোচনা করার পাশাপাশি আইএমএফ কীভাবে সেসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে সহযোগিতা করতে পারে, সে বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখপাত্র। মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার পক্ষে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তুলে ধরেছি। আইএমএফ এসব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছে। আমরা সবকিছু তুলে ধরেছি।

তিনি বলেন, বাংলাদেশ যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আছে, সেসব বিষয়ে আলোচনা করার পাশাপাশি আইএমএফ কীভাবে সেসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে সহযোগিতা করতে পারে, সে বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখপাত্র। মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার পক্ষে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তুলে ধরেছি। আইএমএফ এসব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছে। আমরা সবকিছু তুলে ধরেছি।

বিশ্ব অর্থনীতিতে চলমান যে অস্থিরতা বিরাজ করছে, তার সঙ্গে বাংলাদেশ কীভাবে খাপ খাইয়ে নিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও বাংলাদেশ সফরের অংশ হিসেবে শনিবার ঢাকায় পৌঁছান অ্যান্তইনেত মনসিও সায়েহ। আইএমএফ বলছে, এই সফর বংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরো জোরদার করতে সহায়ক হবে বলে তারা আশা করছে।