টিফিনের জমানো টাকা বন্যার্তদের দিল শিশু সাফা-সাইফা


Emu Akter প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ৯:০১ পূর্বাহ্ন /
টিফিনের জমানো টাকা বন্যার্তদের দিল শিশু সাফা-সাইফা
নিউজটি শেয়ার করুন

দুই বছর ধরে উপহার ও টিফিনের বাঁচানো টাকা প্লাস্টিকের ব্যাংকে জমাচ্ছিল শিশু শিক্ষার্থী সাফা ও সাইফা। ইচ্ছে ছিল ব্যাংক ভর্তি জমানো টাকায় কোনো শখের খেলনা কিনবে। কিন্তু টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বানভাসি শিশুদের কান্না দেখে জমানো সেই টাকা শিশুদের সহায়তায় দিল।

সাফা-সাইফা নাটোরের সিংড়ার সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলামের কন্যা ও সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী। শনিবার পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কার্যালয়ে বানভাসিদের জন্য সংগৃহীত সহায়তা ফাণ্ডে এই টাকা জমা দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিলহালতি ত্রিমোহনী কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান বলেন, হঠাৎ একটি লাল রঙের ব্যাংক নিয়ে হাজির শিশু শিক্ষার্থী সাফা-সাইফা। হাসিমুখে তাদের ব্যাংকে জমানো টাকাগুলো বানভাসি শিশু খাদ্য সহায়তায় তুলে দেয়। বানভাসি শিশুদের জন্য এ যেন এক অন্য রকম ভালোবাসা। ব্যাংকে জমানো এক হাজার ৩১২ টাকা ছিল।