সুরের মূর্ছনায় শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন /
সুরের মূর্ছনায় শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ অনলাইন ডেস্ক: প্রতি বছরের মতো এবারও জোর নিরাপত্তায় বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে। বর্ণিল এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
সবুজের গালিচা বিছানো রমনায় যখন সূর্য উদয়ের প্রথম আলো এসে সোনালি উপস্থিতির জানান দিচ্ছে, তখনই সুরের মূর্ছনায় শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শুরু হয় বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেওয়ার এই ঐতিহ্যবাহী আয়োজন।

শুরুতেই পরিবেশন করা হয় আট মিনিটের আহির ভৈরব সুরের সারেঙ্গি বাদন। ছায়ানটের শিল্পীদের বাজনা মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে দেয় রমনাজুড়ে।

এরপরই শুরু হয় সংগীত পরিবেশনা। প্রথমে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর একক গানে ফুটিয়ে তুলছেন প্রকৃতি, মানবপ্রেম, দেশপ্রেম ও আত্মবোধনের অনুভব। গানের ফাঁকে ফাঁকে আবার কবিতা আবৃত্তিও স্থান করে নিয়েছে এ বিশেষ অনুষ্ঠানে।