তিতাসে এক বাজারের পাঁচ সোনার দোকানে ডাকাতি


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন /
তিতাসে এক বাজারের পাঁচ সোনার দোকানে ডাকাতি
নিউজটি শেয়ার করুন

কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের পাঁচটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশ পরা ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাজারের সরকার জুয়েলার্স, রশিদ স্বর্ণ শিল্পালয়, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা স্বর্ণ শিল্পালয়ে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর।

বাতাকান্দি বাজারের ব্যবসায়ী ও উপজেলার সাতানী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি ১৮ জনের একটি ডাকাত দল একটি ট্রাক ও একটি পিকআপ নিয়ে বাজারে প্রবেশ করেছে। তারা দুই ঘণ্টাব্যাপী স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। দ্রুত ডাকাতদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী সরকার জুয়েলার্সের মালিক মাজহারুল সরকার জানান, তার দোকানের সাটার ও তালা ভেঙে দোকানের সিন্দুক কেটে সাড়ে চার ভরি সোনা, সাড়ে পাঁচ শ ভরি রূপা ও নগদ ২ লাখ ২৭হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল।

রশিদ স্বর্ণ শিল্পালয়ের পরিচালক মো. রিয়াজ সরকার জানান, তার দোকানের সাটার ও তালা কেটে সিন্ধুকের লক ভেঙে ১২ ভরি স্বর্ণ, ২০০ ভরি রূপা ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক ইব্রাহিম মিয়া জানান, তার দোকানের সাটার ভেঙে ৬০ ভরি রূপা ও কাস্টমারের ১ ভরি স্বর্ণ নিয়ে যায়। তবে সিন্দুক ভাঙতে না পারায় তিনি অনেকটা বেঁচে যান।

এ ছাড়াও বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা জুয়েলার্সেও সাটার ভেঙে স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায়।

বাতাকান্দি বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক মো. নূর নবী সাংবাদিকদের জানান, বিষয়টি বেশ উদ্বেগের। বাতাকান্দি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। কখনও এমন পরিস্থিতি আগে ঘটেনি। দ্রুত ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমি নিজেও কাজ করছি। এখনই সব বলা যাচ্ছে না। তবে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি।’

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ‘খবর পেয়ে আমি নিজে বাতাকান্দি বাজারে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।’