পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় টিলাবেরি অঞ্চলে মোটোগাটটা গ্রামে জঙ্গিরা অনেক বছর ধরেই সক্রিয়। গ্রামটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত।
নিহতদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন কর্মকর্তা।
মোটোগাটটা গ্রামের নিকটবর্তী একটি এলাকার বাসিন্দারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা স্থানীয় সময় বিকাল চারটার দিকে মোটরবাইকে করে এসে গ্রামটিতে হামলা চালায়। হামলাকারীরা গুলি চালিয়ে মানুষকে হত্যা করে।
নাইজারে বেশ কয়েক বছর ধরেই জঙ্গি দলগুলো সক্রিয়। প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গি হামলা চলে দেশটিতে। সূত্র: সিজিটিএন, ব্যারন’স, আজারবাইকান২৪, এএফপি
আপনার মতামত লিখুন :