ফরিদা ইয়াসমিন এমপি বলেছেন, সংরক্ষিত আসনে কিংবা সরাসরি নির্বাচনে যিনি জয়ী হয়ে জাতীয় সংসদে আসেন না কেন, আমি মনে করি তার কাজ নির্ভর করে ব্যক্তির উপর।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ শেষে এ কথা জানান ফরিদা ইয়াসমিন এমপি।
ফরিদা ইয়াসমিন এমপি আরও বলেন, আমরা যদি ওই ভাবে বিভাজন করি যে সংরক্ষিত আসনে আসলে কাজ করতে পারে না। আমি বিষয়টি সেভাবে দেখতে চাই না। আমি মনে করি যার কাজ করার ইচ্ছা আছে তিনি যে আসন থেকেই আসুক, যেভাবেই আসুক। তিনি যখন মহান জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন তিনি তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন।
এর আগে এমপিরা শপথ গ্রহণ করতে এসে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নারী ও শিশুদের জন্য কাজ করার পাশাপাশি নিজ নির্বাচনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কথাও জানান।
প্রসঙ্গত, বুধবার বিকাল তিনটা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বাক্য পাঠ করান।
প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন, পরে জাতীয় পার্টির ২ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা।
আপনার মতামত লিখুন :