মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য, নেত্রকোনা -১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার এর কফিনে আজ ২৪ মে শুক্রবার সকাল ৯ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানু মজুমদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হন। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানু মজুমদার আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ৭২ বছর বয়সী মুজিবাদর্শের সাহসী এই নেতা গত ২২ মে বুধবার রাত আড়াইটায় বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l
আপনার মতামত লিখুন :