গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর কচুরিপানার নিচ থেকে আসাদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী এলাকার একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী। নিহত আসাদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আসাদুল তার দ্বিতীয় স্ত্রী বেলা রানীর সঙ্গে চকনদী এলকায় বসবাস করতেন। শনিবার (৮ জুন) বিকেল থেকে আসাদুলের ফোন বন্ধ পান স্ত্রী বেলা। প্রথম স্ত্রী ফাতেমা বেগমের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার সন্ধ্যার দিকে চকনদী এলাকার একটি সেতুর নিচে কচুরিপানার মধ্যে আসাদুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
এ ব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরো জানান, নিহতের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :