খোকসায় শিক্ষার্থী সমাবেশে করেছে স্মার্ট ফোনের আসক্তি নিয়ে উদ্বেগ


Emu Akter প্রকাশের সময় : জুন ১১, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন /
খোকসায় শিক্ষার্থী সমাবেশে করেছে স্মার্ট ফোনের আসক্তি নিয়ে উদ্বেগ
নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ার খোকসায় কলেজ পর্যায়ে শিক্ষার্থী সমাবেশে স্মার্ট ফোনের আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অতিথিরা বলেছেন, এতে ধ্বংস হতে পারে আগামী প্রজন্ম, এদের বাঁচাতে মা- বাবা ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

মঙ্গলবার দুপুর ১২টায় খোকসা সরকারি কলেজের নিজস্ব অডিটোরিয়ামে কোর্স সমাপনী উপলক্ষে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।

অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা নাহিদুল ইসলাম সোহান, কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলী, শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। এসময় অন্যান্য শিক্ষক ও কলেজের উচ্চ মাধ্যমিকের কয়েকশ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও নতুন কারিকুলামের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করা হয়। প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের মধ্যেই ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে।