মুস্তাফিজের উইকেটের সেঞ্চুরি


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন / ০ Views
মুস্তাফিজের উইকেটের সেঞ্চুরি
নিউজটি শেয়ার করুন

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।

আজ (সোমবার) চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিন ৯৯ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন ঢাকার পেসার মুস্তাফিজ। সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন তাসকিন। আর তিনে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।

একশ উইকেটের ক্লাবে নাম লিখাতে মুস্তাফিজ খেলেছেন ৭৯টি ম্যাচ। এছাড়া তালিকায় পাঁচে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। তার উইকেট সংখ্যা ৯৮টি।