মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন /
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৩ টায় সরকারি লৌহজং কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মুন্সি, উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য তারেক আফজাল সবুজ।

সম্মেলনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইলিয়াস আহমেদ মোল্লা, সঞ্চালনা করেন যথাক্রমে হামিদুর রহমান জুয়েল, মাসুম আহমেদ ও ওমর ফারুক রাজীব।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।