আর্থিক অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থাই রয়েছে: অর্থ সচিব ফাতিমা


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৩, ১:০৭ অপরাহ্ন /
আর্থিক অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থাই রয়েছে: অর্থ সচিব ফাতিমা
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : আর্থিক খাতে অনিয়ম ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই রেখেছে। অনিয়ম ও দুর্নীতি বন্ধে জোরালো ভূমিকা রাখছে বাংলদেশ ব্যাংক, দুদক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়, সুশীল সমাজসহ গণমাধ্যম। এ মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

গতকাল শনিবার রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাতিমা ইয়াসমিন আরও বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিয়ত এসব কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং মতামত দিচ্ছে। এসব মতামতকে গুরুত্ব দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, হিসাবরক্ষকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীতে তাঁরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবেন।

আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর ড. শ্যাম সুন্দর বলেন, আর্থিক খাতের অনিয়ম এবং অস্বচ্ছতা দূর করতে হিসাবরক্ষকদের আরও গবেষণামূলক কাজে সম্পৃক্ত হতে হবে। গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে বাংলাদেশে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জি বলেন, হিসাবরক্ষকদের পর্যালোচনামূলক বিভিন্ন তথ্যের মাধ্যমে সমাজের অন্যান্য শ্রেণির মানুষ দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে পারে। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এম হারুনুর রশিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হিসাবরক্ষকরা আরও বেশি অবদান রাখবেন।

এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহম্মাদ শহিদুল হক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।