আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন /
আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। রোববার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় দলটি।

বিবৃতিতে নেতারা বলেন, শুক্রবার পঞ্চগড় শহরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে বিরোধীরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক, ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।

তারা বলেন, কোনো ধর্মাবলম্বীদের প্রতিই কোনরূপ অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের ওপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের চিহ্নিত করে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।

বিবৃতি দিয়েছেন- বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন, মহাসচিব মাওলানা মুফতী শাহাদাত হোসাইন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোস্তফা চৌধুরী ও আল্লামা শাহ মোহাম্মদ ওমর ফারুক।