চিত্রনায়িকা মিম ১০০ কাপড়ের দামে আগুনে পোড়া জামা কিনলেন


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন /
চিত্রনায়িকা মিম ১০০ কাপড়ের দামে আগুনে পোড়া জামা কিনলেন
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মঙ্গলবার সকালে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

এগিয়ে এলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন জনপ্রিয় এই নায়িকা।

অভিনেত্রীর জামা কেনার বিষয়টি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।’

এ ছাড়া লেখা রয়েছে— ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এর পর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

পোস্টে আরও লেখা— ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবু সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল।’

এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ান।