সালমানের বিরুদ্ধে মন্তব্য


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৩, ১:০২ অপরাহ্ন /
সালমানের বিরুদ্ধে মন্তব্য
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : ফের বিতর্কের মুখে পড়লেন সালমান খান। তবে এবার নিজের জন্য নয়, বরং নিরাপত্তারক্ষীদের কারণেই তাকে নিয়ে শোরগোল বলিউডে। কাণ্ডটা হলো, সম্প্রতি ‘দাবাং-থ্রি’ ছবির তার সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউড ভাইজানের দেহরক্ষীদের বিরুদ্ধে। তবে শুধুই দেহরক্ষী নয়। হেমার অভিযোগ সালমানের বিরুদ্ধেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা বলেন, আমি সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ‘দাবাং-থ্রি’ ছবিতে তার সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। সুযোগটা পেয়ে সত্যিই আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান ছিলেন না। স্বাভাবিকভাবেই, আমি খুব হতাশ হয়ে পড়ি। তার সঙ্গে আমার আর দেখা করা হয়নি।

এদিকে, বিষয়টি নিয়ে এখনও সালমানের তরফ থেকে বক্তব্য আসেনি। তবে নেটদুনিয়ায় তাকে নিয়ে সমালোচনা হচ্ছে ঢের। তাদের মতে, সালমানের উচিত ছিল ঘটনার প্রতিবাদ করা।