একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে দিনব্যাপী এই সন্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মোজাম্মেল হোসেন সাচ্চু এই সন্মেলনের উদ্বোধন করেন। পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল আলম লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতি সম্পাক অসীম কুমার উকিল এমপি সদস্য রেমন্ড আরেং সংসদ সদস্য মানু মজুমদার অধ্যাপিকা অপু উকিল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু প্রমুখ।
সন্মেলনে বক্তারা পুনরায় আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে এবং দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্য শেষে বিকেলে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪জন প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করে। এরই ফলশ্রুতিতে খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা করা হবে জানিয়ে সন্মেলন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু।
আপনার মতামত লিখুন :