ওপার বাংলার আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার অল্প বয়সেই বিয়ে করেছিলেন পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা জানান দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান। এসময় তার আলোচিত নায়ক যশ দাশগুপ্ত ও নতুন ছবির কাজ নিয়ে মধুমিতা জানান, ‘অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দু’জনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে করব।’
উল্লেখ্য, একটা সময় ওপার বাংলায় ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে (২০১৫) সেরে নিয়েছিলেন ‘পাখি’। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর। তা সকলকে চমকে দিয়েছিল!
আপনার মতামত লিখুন :